ভয় হয়, আবার হবেতো দেখা সবার সাথে?
শুশুকের মত দল বেধে ভাসবো স্বপ্নের মাঝে?
দমকা হাওয়ায় আজ এলোমেলো যেন সবকিছু
মেলা বসেছে হাহাকার আর হতাশার আগুপিছু
হয়ত অচিরেই আসবে আবার নতুন এক ভোর
আমরা আবার খুলে দেব স্পর্শের বাইরের দোর
রজনী ফুরায়ে গেলে তবে ভোরের আগমন অনিবার্য
ভীত নই মোটেই, জানি আসবে যা কিছু আছে ধার্য
নতুন দিনের আগমনের প্রতীক্ষায় স্বপ্ন দেখিয়ে যাই
তারপর কি আছে, কি হবে? ভেবে কিছু নাহি পাই