আমার দিন বুঝি ফুরিয়ে এল-
শেষ হল গল্পের দিন
মিলিয়ে গেল কবিতার প্রহর
বলার জন্য রইলো না আর কোন কথা
সময়কে তাই সাথী করে নিয়ে চলো
আমার বুঝি দিন ফুরিয়ে এলো!
সারা দিনমান নিশ্চুপ থাকি
নীরবতাই যার নিত্য সঙ্গী
অঙ্গুলের করে গুনতে থাকি পনের, ষোল...
তবুও বলতে পারিনি মুখটি তোল
আমার দিন বুঝি ফুরিয়ে এল!
নৈঃশব্দ্যের কোলাহল যখন থেমে যায়
হিসেব নিকেষের যখন কিছু বাকী না রয়
যখন দিনের আলো মেশে আঁধার সমানুপাতে
না বলা কথা অনেক তো বলা হল
আমার দিন বুঝিয়ে ফুরিয়ে এলো।