আমি তোমাদেরই একজন
যতই থাকি দূরে-
তোমাদের দেখতে তাই
আসবো আমি ফিরে।
তোমাদের মাঝে ফিরে পাই
আমার হারানো শৈশব-
আমার সেই বন্ধু বান্ধব
আজ তারা কই সব?
তোমরা এখন যেমন আছ
আমরাও তেমন ছিলাম-
মহাকালের পরিক্রমায়
দূরে চলে এলাম!
মনটা সদা পড়ে থাকে
সেই সে সুদূর অতীত-
যেখান থেকে গড়েছিলাম
বর্তমানের ভিত!
ক্যাম্পাসের সেই রঙ্গীন দিন
প্রতিক্ষণে মনে পড়ে-
ছুটে চলে আসি তাই
আমি তোমাদের দ্বারে।
তোমাদের নিয়ে আমার এই
সহসা হল লেখা-
যা ছিল মনের নিভৃতে
আজ তার পেলাম দেখা।