আমার আর মনে পড়েনা তোমার স্মৃতি
কোন এক কুয়াশা ঢাকা রাতে
নিস্তব্ধ রাতের চাদরে ঢেকে
আমি গিয়েছিলাম প্রত্যাখ্যাত হব বলে!
রক্তাক্ত হয়েছিলাম-
ফোঁটা ফোঁটা উষ্ণ রক্ত শীতল হয়ে গিয়েছিল একসময়
শিশির ভেজা ঘাস মনে রাখেনি সেসব কথা
ভেবেছিলাম সূর্্য্য উঠবেনা পরদিন
কিন্তু আমি ছিলাম ভুলের ঐকান্তিক পরিক্রমায়
সবকিছু ছিল আগের মতই
সূর্্য্য উঠেছিল, পাখি গেয়েছিল আগমনী গান
অনাগত দিনের প্রত্যাশায় ঘাস দুলেছিল বাতাসে
শুকনো মাটি প্রত্যাশা করেছিল বৃষ্টির
তুমি তাকে পানিই দাও!
তোমার বুকের রক্তে তার তৃষ্ণা মেটে না, মেটার নয়
তোমার আকুলতার বিহ্ববলতা তাকে স্পর্শ করেনি
তোমার হাহাকার কখনও তার পিছুডাক হয়নি
তোমার গুমরে ওঠা কষ্টের ডাক সে কখনও শুনতে পাবে না
তবে তোমার কিসের প্রতীক্ষা?