৬ই জানুয়ারী ২০১২, ভোর চারটার দিকে, চোখে পানি নিয়ে আই.সি.ইউ তে অবজারভেশন মনিটরের দিকে তাকিয়ে আছি। মুখে সূরা ইয়াসীন পড়ছিলাম। আমাদের চোখের সামনেই হার্টের লাইনটা সরলরেখা হয়ে গেল। আমাদের প্রিয় নানু আমাদের চোখের সামনেই বিদায় নিয়ে পরপারে চলে গেলেন। এই দিনটা ভুলি না, ভোলারও নয়। সবকিছুই মনে আছে। সকাল থেকেই কি লিখবো, কি লিখবো ভাবছিলাম। কিন্তু তারপরেও কিছুই লিখতে ভাল লাগছিল না। আমার জীবনের শুরুর লগ্ন থেকে ডক্টরেট ডিগ্রি করা পর্যন্ত নানুর স্মৃতি পরতে পরতে মিশে আছে। অনেক কিছুই লেখার আছে কিন্তু আজকে হাত চলছে না। নানুকে নিয়ে ইতিপূর্বেও লিখেছি, সামনেও আশাকরি উনার অনেক অনেক কথাই আসবে। সকলের কাছে দোয়া চাই আমার নানুর জন্য। আমার সৌভাগ্য হয়েছিল নানুর জানাজা (ইসলামী রীতিতে অন্ত্যেষ্টিক্রিয়ার বিশেষ প্রার্থনা) নামাজের ইমামতি করার। আল্লাহ নানুকে জান্নাতুল ফিরদাইউসের অধিবাসী করুণ। আমিন।