কোলাহল থেমে গেছে বহু আগেই
স্তিমিত হয়ে এসেছে সকল নাগরিক আয়োজন
যানবাহনের একঘেয়ে শব্দ এখন নান্দনিক ক্লান্তির অংশ
শুরু থেকে শেষ, আবার নতুন করে শুরু পৌনঃপুনিক
থামাতে হবে পতন, নাহলে নিঃশেষে ধ্বংস।
সাদা কালোর অনুপাতে আগ্রাসী ভূমিকা নেয় রঙের নাও
শেষ নেই চাহিদার,
শুধু দাও দাও আর দাও!
এসবের মাঝে আমি গুটিয়ে যাই বাচার আশে
আমি মানুষ না কীট,
তাতে কার কি যায় আসে?
না থাকুক আমার ভাল মন্দ
না থাকুক কারো সাথে দ্বিধাদ্বন্দ্ব
আমাকে বেঁচে থাকতে হয় অন্যের মত করে
নিজের আত্মিক বিকাশ ক্রমশ যাচ্ছে সরে সরে
তবুও তো বেঁচে থাকি,
নিঃশ্বাস নেই
একটা নতুন আগামীকাল আসবে বলে
হয়ত তোমার দেখা পাব বলে-
আশায় আশায় আমি আবার গুটিয়ে যাই মৃত্যু স্পর্শে
আমি মানুষ না কীট,
তাতে কার কি যায় আসে?