তেরো

মন বলতে চায় কত যে কথা তোমার সনে

আমাকে থাকতে হয় নিশ্চুপ, তুমি বিহনে

মনের ভেতর কথা কথা যা হলো না বলা তোমায়

আমাকে তুমি কি দিতে পারতে না আর একটু সময়?

সবই রয়ে গেছে অগোচরে, আর কিভাবে তা শোনাবো

অস্ফুট ভাষার অব্যক্ত কথনে নিঃশব্দে না হয় জানাবো

মন ছুটে যায় তোমার পানে, মানে না যে কোন বাঁধা

মনের কুঞ্জ আপনিই সেজেছে, আসেনি সেথা রাধা

শিশির ভেজা পথে যখন একাকী চলেছি হেঁটে

মনে হয় যেন তোমায় দেখেছি ক্লান্ত পথে যেতে

কত রাত ভোর হয়েছে, ভেবেছি পুরনো কত কথা

স্মৃতিগুলো কেমন যেন একের সাথে অন্যটা রয় গাঁথা

শুধুই তুমি ছিলে আমার সারাটা দীপ্ত মানসপটে

মনের প্রতি কোণায় যে তুমি আছ মিশে আষ্টেপৃষ্টে

আমার কবিতার প্রতি ছত্রে তুমি ছিলে বিরল প্রেরণা

আর তুমি ছাড়া কোন পঙক্তি বিনে আছে শুধু যন্ত্রণা

পিছুডাক দেবে না জানি তবুও মনে হয় শুনি-

দূর পাহাড়ের চূড়ায় তোমার ভেসে আসা ঐ ধ্বনি

তোমাকে খুঁজতে আমি চলেছি নিয়ত অতীত পানে

তোমায় সেথা কতটা পাবো, তার উত্তর কে জানে?

Author's Notes/Comments: 

24 December 2019

View shawon1982's Full Portfolio