যখন আমার খুব একা একা লাগে
তখন আমি আমার প্রতিবিম্বের মাঝে তোমাকে খুঁজি
শূন্য থেকে নীল আকাশে কিংবা ধূসর মেঠো পথে
আমি দেখতে পাই তোমার অবয়ব
নিয়তি আমাকে বারবার বিচ্ছিন্ন করে দেয়
তবুও আমি কাঙ্গালের মত পেছন ফিরে তাকাই
দেখতে চেষ্টা করি, তুমি একবার অন্তত তাকিয়েছিলে কিনা!
আমার সব প্রত্যাশা বাষ্পীভূত হয় ক্ষরণের আগেই
আমি আবার একা হয়ে যাই।
যখন আমি আর কোন আশার আলো দেখি না
আমি স্মৃতি হাতড়ে বেড়াই-
তুমি কখনও সান্ত্বনার বাণী দিয়েছিলে কিনা-
কই দাও নি তো! তবুও স্মৃতি রোমন্থন করে চলি
মিথ্যে করে নিজেকে প্রবোধ দেই
তাক থেকে তুলে নেই বহুবার পড়া পুরনো সেই বইটা
পাতা উল্টাই-
ঝরে পরে শুকিয়ে যাওয়া গোলাপের সেই পাপড়িগুলো
আমি আবার ব্যস্ত হয়ে তোমাকে খুঁজতে থাকি।