থাকুক টিকে এই
হাসি অমলিন-
যখন মহাকালের স্রোতে
পৃথিবী হবে বিলীন।
নিষ্কলুষ চাঁদের গায়ে
আছে কত দাগ-
অখন্ড এই আনন্দটুকুর
নেইতো কোন ভাগ।
একদিন যখন বড় হবে
তখন মনে পড়বে-
বন্ধুরা সব কে কোথায়
তখন ঠিকই খুঁজবে।
বন্ধুত্বের সীমা থেকে
দূরে যাওয়া বারণ-
জন্মান্তরে টিকে থাকুক
আত্মার এ বাধন।