বুঝতে পারিনি নিজের অজান্তে
কতটা ভালবেসে ফেলেছিলাম তোমাকে
পাতার পর পাতা ভরে লিখেছিলাম কত চিঠি কবিতা
সবই তোমাকে নিয়ে-
দেয়া হয়নি!
বিবর্ণ ধূসরে মিশে গেছে না বলা কথাগুলো।
আমার প্রসারিত দৃষ্টি গুটিয়ে গেছে শামুকের মত
তোমাকে দেখতে না পেয়ে
জলরঙে আঁকা ছবিটা নষ্ট হয়ে গেছে ভাঙ্গা ফ্রেমে।
তবুও আমার সময় কাঁটে তোমাকে ভেবে
নিজের জন্য ঐটুকুই তো বরাদ্দ ছিল আমার
তাও দিয়ে দিলাম তোমাকে।
আমি প্রত্যাখ্যাত হব জেনেই তোমাকে ভালবাসি
লিখে রাখি সব কথা আমার যাবতীয় নীল সবুজে।