সুপ্রিয় বন্ধুরা,
তোমাদের সবাইকে আমার এবং গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এই গ্রুপে আমরা বন্ধুরা বিভিন্ন পেশা, জেলা, পড়ালেখা, ধর্ম এবং নানা ধরণের মতাবলম্বীর হলেও, আমাদের সবার একটা সাধারণ মিল হল SSC’99 Batch। এই গ্রুপের বেশীরভাগ বন্ধুই হয়ত আগে একে অপরককে চিনতাম না, কিন্তু গ্রুপের সুবাদে চিনি বা কথা হয়। স্বীকার করতে মানা নেই, এটাই বোধহয় প্রযুক্তির আশীর্বাদ। এখন আমরা সবাই যে যার জায়গায় স্বীকৃত এবং স্বীয় অবস্থানে প্রতিষ্ঠিত। সামাজিক অবস্থানে যে যার স্থানে সমাসীন। আমি মনে করি, বন্ধুত্বের মূল মন্ত্রই হল পারস্পরিক সৌহার্দ, বিশ্বাস এবং শ্রদ্ধাবোধ। আমরা যখন অন্যকে সন্মান দিয়ে কথা বলবো, তখন প্রকৃতপক্ষে আমার গ্রহনযোগ্যতা এবং সন্মানই উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
আমি নিজে মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলতে চেষ্টা করি, যখন আমি অন্যকে সন্মান করে কথা বলবো, সেটা আমাকে এবং আমার মতকেই গৌরবান্বিত করবে। আমার প্রিয় বন্ধুদের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ থাকবে, আমরা যেন এমন কিছু গ্রুপে না লিখি যেটা ব্যক্তিগত আক্রমনাত্মক পর্যায়ে পর্যবসিত হয়। এমন কিছু পোস্ট না করাই সমীচীন যা অন্য কারো ধর্ম, মত বা রাজনৈতিক মতাদর্শকে ব্যহত করে। এর অন্যথা হলে সেটা শুধু বন্ধুত্বের মত অমূল্য ঐশ্বর্যকে তিক্তই করবে না বরং বন্ধুত্বে তা চীড় ধরিয়ে দিতে পারে চিরতরে। একজন ভাল বন্ধু হিসাবে, আমারই কর্তব্য হল আমার বন্ধুর সন্মানকে সমুন্নত রাখা। আমার সকল বন্ধুদের কাছে উদাত্ত আহ্বান, আমরা আমাদের সকল মতানৈক্য ভুলে আবার সম্প্রীতি আর বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হই। পরস্পরের ভুল ত্রুটি বিচ্যুতি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখি। যদি কারো দ্বারা কোন ভুল হয়েই যায়, তাহলে সেটা কোন রূঢ় ভাষায় নয় বরং সৌহার্দের সাথে বন্ধুকে বুঝিয়ে দেই যেন আমার বন্ধু শুধরে যায়। আমার বন্ধুর সন্মানকে প্রদীপ্ত করার দায়িত্ব আমারই। সকল বন্ধুর জন্য আমার দীপ্যমান ভালোবাসা এবং শুভেচ্ছা।
বিনীত,
...........................
SSC ’99 Batch
Government Laboratory High School Dhaka.