শহরের কোলাহল কে ছাপিয়ে মন ছুটে যায় নিয়ত দূরের পানে। ভালও লাগে ঘুরে বেড়াতে। পরিবারের সবাইকে সাথে নিয়ে। শহতের বাতাসে যক্লহন নিঃশ্বাস ভারী হয়ে আসে, ঠিক তখনই যেন মন হয় কোথাও ঘুরে আসি। দৈনন্দিন জীবনের সকম ব্যস্ততাকে ভুলে গিয়ে। যদিও খুবই অল্প সময়ের জন্য। কিন্তুই তবুও ভালও লাগে। আগামী দিনের ব্যস্ততার মধ্যে ঝাঁপিয়ে পড়ার আছে এটুকুও কম মনে হয় না। অনেক দিন ধরে পরিকল্পনা করতে করতে একসময় এসে যায় সেই মাহেন্দ্রক্ষণ। যদিও বাইরে থেকে প্রকাশ করতে পারিনা কিন্তু মন ছোটদের মতই হয়ে যায় ভ্রমনের উত্তেজনায়। কি দেখব, কি করবো এইসব আর কি। এরপর সময় মনে হয় যেন আগের চেয়ে অনেক বেশী দ্রুত চলে যায়। আনন্দের সময়গুলো যেন দাঁড়াতেই চায় না দু’দন্ড। ভাল লাগে প্রকৃতির অবারিত সৌন্দর্য দেখতে। নদী, বয়ে যাওয়া বাতাস, নাম না জানা ফুল, অচেনা পাখির কিচির মিচির, অক্তিম সূর্যের ডুবে যাওয়া সবকিছুই ঠিক যেন ছবির মত মনে হয়। মনে হয় স্বপ্ন দেখছি। এরপর আবার যখন শহুরে জীবনে ফেরত আসি, মনে হয় সবটুকুই স্বপ্ন ছিল। এতক্ষন আমি ঘুমের ঘোরে মনে হয় স্বপ্নই দেখেছি। মন আবার নানা রকম পরিকল্পনা করতে থাকে। কল্পনা করতেই যে অনেকটা ভালও লাগে। শুনেছিলাম, মানুষ তার আশার সমান বড়। তাই বড় বড় কল্পনার জাল বুনে যাই। বেঁচে থাকি। বেঁচে থাকতে হয়।