২৯ অক্টোবর ২০১৯

প্রতিটা মানুষ যেমন অদ্ভুত, তেমন মানুষের শখ গুলাও বিচিত্র। ছোটবেলায় টেলিভিশনে দেখেছিলাম একজন মানুষের শখ হল পাখির পালক সংগ্রহ করা। সেটা দেখাদেখি আমার এক বন্ধু নারা রকম গাছের পাতা সংগ্রহ করা শুরু করল। অবশ্য ওর এই শখ কতদিন টিকেছিল জানি না। আমারো কিছু শখ আছে। অনেকগুলোই। তার মধ্যে লেখালিখি একটা। আরো অনেক আছে! অনেককেই দেখি নানা রকমের পশু পাখি পুষেন। আমার দেখতে ভালও লাগে। মানুষ তো এমনই হবে। পশু পাখির প্রতিও মায়া মমতা দেখাতে পারলে, তবেই না মানুষ! আমিও পশু পাখি ভালবাসি, কিন্তু ওদের পুষি না। মানে আমার ঘরে শখ হিসেবে কোন পশু পুষি না। কারণ অদের যে পরিমাণ যত্ন করতে হয়, সেই সময় দেয়া আমার সম্ভব হয় না। ভালও লাগে। অনেকের বাসাতেই দেখি বেশ নামী দামী কুকুর বা বিড়াল আছে। কোন কোনটা অনেক দামী। লাখ লাখ টাকা দামের ও আছে। সেগুলোকেই আসলে আমরা ঘরে দেখে অভ্যস্ত। কারণ সেগুলোর সৌন্দর্য তেমনই। আবার হর হামেশাই রাস্তাতেও আমাদের দেশী জাতের কুকুর বিড়াল দেখি। কোন কোনটা তো দেখতে ভারী সুন্দর! ভালও লাগে, মায়া লাগে। হাতে রুটি জাতীয় কিছু থাকলে খেতে দেই। ওদের আমরা রাস্তায় দেখেই অভ্যস্ত। রাস্তাতেই ওদের শোভা। প্রকৃতির এই এক অদ্ভুত নিয়ম। শ্রেনীবিন্যাস শুধু মানুষেই না বরং পশুর মধ্যেও আছে। কেউ ঘরের কেউ বাইরের।

View shawon1982's Full Portfolio