বিহঙ্গ মন

মন আমার এক বিহঙ্গ ছুটে চলে আকাশ পানে

কোথায় যে তার ঠিকানা, মন তার কি জানে?

সুদূর ওই নীল আকাশের নেই যে কোন সীমানা

মন বিহঙ্গের গন্তব্য তাই সদাই থকে অজানা।

আজ আর মনে আমার নেই যে দ্বিধাদ্বন্দ্ব-

মনের দুয়ার খুলে দিয়েছি যা ছিল তালাবন্ধ

রঙিন ফুলের মাঝে মন খুঁজে পায় তার মুক্তি

এতকাল কে বন্দী করেছিল দিয়ে সব অসাড় যুক্তি?

আকাশে বাতাসে ছুটছে সে কোন ভালবাসার টানে-

মন যে আজ বড় দিশেহারা, বিহঙ্গ মন কি তা জানে?

Author's Notes/Comments: 

25 august 2019

View shawon1982's Full Portfolio