দারুণ মজা খেতে কিন্তু
বিয়ের বাড়ীর দাওয়াত
হোক সেটা পান-চিনি
বিয়ে কিংবা বৌ-ভাত!
ওখানে যে খাবার দেয়
সারা বছর খেলেও
বিয়ের বাড়ীর মজা তাতে
মেলেনা কিন্ত মোটেও!
যে জিনিস থাকতেই হতে
সেটার নাম বোরহানী
চুমুকে চুমুকে মজা
তা আমরা সবাই জানি।
জালি কাকাবে দুই কামড়
সাথে কাটা সালাদ-
খাওয়া বাদে অন্য কিছুর
চিন্তা বিলকুল বাদ!
অন্য টেবিলে খাবার দিলে
দেরী আর না সয়-
মাংসের বাটি অন্যের সামনে
এটা কেমনে হয়?
রোস্ট একটা খেতেই হবে
পরে কিংবা আগে
ওটার প্রতি কামড়ে
মনে পুলক জাগে!
রেজালা হোক বা কাচ্চি
ইচ্ছেমত মাংস-
খেতে খেতে ভাবি
ছাড়বোনা কোন অংশ!
খাবার শেষ হবার আগেই
জর্দাভাত আসে চলে
ওটা না খেলে কি
আসল তৃপ্তি মেলে?
এর পরেও বাকী থাকে
মিস্টি জর্দার পান-
পান চিবাতে সে কি সুখ
মনে সুখের গান!
এবার বলি ছোটদের
কে কে আছ বাকী?
জলদি কর বিয়ে আর
দাওয়াতে দিওনা ফাঁকি।