আচ্ছা যদি আমি উড়াই
আকাশে অনেক ফানুশ
তবে কি তোমরা ভাববে
আমি ছোট মানুষ?
আমার তো ইচ্ছে করে
শিশুর মত হই-
শৈশব থেকে অনেক দূরে
আসার সময় কই?
মনের ভেতর ছোট্ট শিশু
আজও বেড়ায় খেলে
আমি তাকে খুঁজে নেই
যখনই সময় মেলে।
যদি আমি উড়িয়ে দেই
নানা রঙের ঘুড়ি-
ইচ্ছে রঙের আবিরগুলো
আকাশ পানে ছুড়ি।
আমার যে ইচ্ছে করে
তোদের মত হই-
আমি যে বড্ড বেমানান
তোদের মত নই!