প্রিয় নবনীতা,
আজকের দিনটা কি অন্য সব দিনের থেকে একটু অন্যরকম হতে পারতো না? ধর বাইরে অনেক রোদ তারপরেও ঠান্ডা লাগছে? আকাশে মেঘ নেই তবুও বৃষ্টি হচ্ছে? অথবা আকাশ মেঘে ছেয়ে আছে, প্রবল বাতাস বইছে কিন্তু বৃষ্টি হচ্ছে না? তোমার কি মনে আছে একদিন আমি তোমাকে বলেছিলাম, আমার মেঘে ছাওয়া আকাশ ভালও লাগে যেখানে বৃষ্টি নেই। তখন মনে হয় এই বড় আকাশটাও আমার মতই। মনে অনেক কষ্ট লুকিয়ে রাখে কিন্তু বলতে পারে না। জানো এই অবস্থার কথা কাউকে বলেও বোঝানো যায় না। কি যেন এক অসহায় অনুভুতি মঙ্কে তাড়িয়ে নিয়ে বেড়ায় এক জায়গা থেকে অন্য জায়গায়। কিন্তু আশ্রয় মেলে না কোথাও। কোথাও না।
আমার মাঝে মাঝে মনে হয়, আমি কি একটু অন্যরকম হতে পারতাম না? অন্য আর পাঁচ দশটা মানুষের মত? যাদের জীবনে ভালোবাসা থাকে, কিছু চাওয়া পাওয়ার অস্ফুট বার্তা থাকে? কিছু ভাললাগার গোপনীয়তা থাকে? আমার যে সেসব কিছু নেই। তুমি কি বুঝতে পারো আমাকে? যে প্রশ্ন আমি বার বার করেও কোন উত্তর পাই নি, তুমি দিতে পারো আমাকে সেই সব অস্ফুট প্রশ্নের উত্তর? চুপ থেকো না নবনীতা, কিছু বল।
ইতি,
অনাকাঙ্খিত লেখক