কেমন হবে আজকে যদি
তোমার সাথে হারাই
অজানা কোন শহর গ্রামে
একটু খানি দাঁড়াই
নানা রঙের কত মানুষ
ছুটছে আসে পাশে
তুমি আমি রয়েছি তাতে
কার কি যায় আসে?
অচেনা এক নদীর স্রোতে
চলোনা যাই ভেসে
অতল সাগর পাড়ি দেব
তোমায় ভালোবেসে
তুমি আমি দু’জন মিলে
দেখবো রাতের আকাশ
একেক তারার একেক রঙ
করবেনা মোটেই হতাশ।
আমরা তারা হবার আগেই
ছুটবো আকাশ পানে
কে আর আছে বল
এই মনের খবর জানে?
অজানা রাজ্যে পথিক হয়ে
দু’জন চল হেঁটে যাই
কে জানে তায়ে হয়ত
সময় বেশী নাই!
আমায় পিছে ফেলে তুমি
এগিয়েছো দু’কদম-
ভালবাসি তোমায় আমি
কে বলেছে প্রথম?