ইচ্ছে করে তোমার সাথে
মুখোমুখি বসি-
ইচ্ছে করে নতুন করে
আবার ভালবাসি!
চায়ের পেয়ালায় চুমুক দিয়ে
সূর্য্য ডোবা দেখি-
ভালবাসার নতুন পাঠ
তোমার কাছে শিখি।
ইচ্ছে করে যেভাবেই হোক
সময়টাকে রুখি-
মন ভরে দু’চোখ মেলে
মুখটা তোমার দেখি।
হাতে হাত দিয়ে দু’জন
ভরা বর্ষায় ভিজি-
এই তো আমি তোমারই
সব কথাতেই রাজি।
বল তুমি যাবে কি
দূর অজানায়?
ভালবাসাই রইবে শুধু
মোদের দু’জনায়!
শরীরের বয়স যাই হোক
মনটা এখনও কিশোর-
ভালবাসার মাঝে কাটুক
শত সহস্র প্রহর।
যখন আমি নিজেকে দেখি
আয়নায় দাঁড়িয়ে-
তুমি এসে পাশে দাঁড়াও
মায়ায় জড়িয়ে।
বাঁধা বিঘ্ন যতই আসুক
হোক না পাহাড়সম-
উতরে যাব হাসিমুখে
পাশে থেকো প্রিয়তম!
এক চিলতে হাসিমুখ
কাটিয়ে দেয় দুখ-
তোমার হাসিমুখেই আমার
লুকিয়ে আছে সুখ।
আমার কষ্টের সময় তুমি
দিয়েছো আমায় ছায়া-
তুমি ছাড়া আমি যেন
আত্মাহীন কায়া।
ইচ্ছে করে তোমায় নিয়ে
সাগর দেব পাড়ি-
নতুন করে দুজন মিলে
বাঁধবো সুখের বাড়ি।
তুমি যদি ধর হাত
কাটবে দুখের রাতি-
ঝড়েও আমি তোমার তরে
জ্বালবো সুখের বাতি।
তোমার জন্য প্রতীক্ষার
হবে না কভু শেষ-
জন্মজন্মান্তরে থাকুক টিকে
ভালবাসার রেশ।
যে কথা বলতে আমি
বাববার ছুটে আসি-
আমি শুধু তোমাকেই
নিরন্তন ভালবাসি।