ভোরে ঘুম থেকে উঠা
সে যে কি দায়-
যে ওঠে না সে তার
বুঝবে কি হায়!
খেয়ে বা না খেয়ে
ছোটো অফিস পানে
কাজে যে হেতেই হবে
ঘুম কি তা মানে?
বাসে বসে মাথা নাড়ি
ঘুমে ঢুলতে ঢুলতে-
যে যায় না তার তো
মজাই লাগে শুনতে।
যখন তখন ব্রেক করে
ঝিমুনি যায় কেটে
না খেয়ে এলে পরে
খিদাও লাগে পেটে!
ঘুমের ঘোরে শুনতে পারি
স্যার, দেন ভাড়া-
কন্ডাক্টরের যতই থাক
আমার থাকেনা তাড়া!
কোনমতে ভাড়া দিয়ে
তলিয়ে যাই ঘুমে-
বাস চলে তার ইচ্ছে মত
যেখানে খুশি থামে।
মাঝে মাঝে তাকিয়ে দেখি
অফিস কত দূরে-
আবার আমি তলিয়ে যাই
গভীর ঘুমের ঘোরে।
এরপর যখন জেগে উঠি
তখন খেতে হয় বাঁশ-
অফিসে পিছে ফেলে এসেছি
হায় হায় সর্বনাশ!