তুমি যে আজ ভীষণ অন্যরকম-
ঠিক যেন একটা আগোছালো ভালবাসার কবিতা
সন্ধ্যার ঠিক আগে আগে লেখা!
ক্ষণিক সময়ে কত কি যে বলে দিলে
দুরন্ত মেঘমালার মত এপাশ থেকে অপাশে
বাতাসের তান্ডবের মত এলোমেলো করেদিলে সব
আমার মনের ভেতর- অপূর্ণ এক ছবির মত।
আমি দেখছিলাম তোমাকে আলো আধাঁরির মিশ্র ক্রান্তিলগ্নে
কখনও হেসেছিলে আবার কখনও ভ্রুকুটি করেছ
কপট অভিমানী হয়ে!
তুমি যে আজ ভীষণ অন্যরকম-
এতটুকু পরশ না দিয়ে
সব, আমার সবটুকু অনুক্ত কবিতার পান্ডুলিপি
ছন্দে ছন্দে মিলিয়ে দিয়ে গেলে।