দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দেয়া
ক্যানভাসটাই আবার তুলে নিলাম
চারকোলের পেন্সিলের আঁচড়ে আঁচড়ে
আমি আঁকবো নিরবিচ্ছিন্ন এক মৃত্যুর ছবি।
বালিশের উপরে যে দুঃখের চারা রুয়েছি রাতের পর রাত
সেগুলো এখন উর্ধ্বগামী, অনেকটাই একরোখা
এগুলোর পুনঃ পুনঃ নিষিক্ত প্রতিবিম্বগুলো
প্রতিফলিত হচ্ছে চারকোলের দাগের আশেপাশে এলোপাথাড়ি
সময়ের আকরিকের ওজন মেপে নিয়েছি তোলা আনা রতিতে
আর সেই সাথে একটু লবণাক্ত জল নিয়ে
ছিটিয়ে দিলাম কতগুলো হাহাকার করা
তৃষিত মুখোশের আবরণে!