পাঠ-প্রতিক্রিয়া "অগ্নিরথ (সমরেশ মজুমদার)"

 

সদ্য শেষ করলাম অগ্নিরথ উপন্যাসটি। ৩৮৯ পৃষ্ঠার এক বিশাল উপন্যাস। লিউকেমিয়ায় আক্রান্ত এক কৈশোরত্তীর্ণ প্রতিবাদী যুবা 'সায়ান' কে কেন্দ্র করে এর ঘটনাবলি আবর্তিত হয়েছে। বইটির শেষ যদিও খুব মর্মান্তিক তবুও বইটি পড়ার পর সায়ানের জন্য হৃদয় ভারাক্রান্ত হতে বাধ্য। মানুষের চরিত্রের দু'টি বিপরীত দিক অর্থাৎ ভাল এবং মন্দ দুটোকেই খুব সুন্দর ফুঁটিয়ে তোলা হয়েছে। সায়ানকে ঘিরে পাহাড়ী মানুষের যে কুসংস্কার, সেটা এই বইয়ের আরেকটা মূল প্রতিপাদ্য। তার পাশাপাশি সায়ানদের 'রায়বাড়ি'র অন্দরমহলের গোড়ামী' আর অসারশূন্যতার বর্ণনা খুব ভাল লেগেছে।

Author's Notes/Comments: 

3 march 2019

View shawon1982's Full Portfolio