লতা মঙ্গেশকর (জেনারেশন টু জেনারেশন)

ভারতরত্ন লতা মঙ্গেশকর নিয়ে আমার মুগ্ধতার কোন শেষ নেই। স্নেহাশীষ দাদার সাথে আমি লতাজির গানের বিভিন্ন বিষয় নিয়ে সবসময় আলাপ করি। ইদানিং মাথায় ঘুরছে বিভিন্ন জেনারেশনের সাথে লতাজির গাওয়া গান নিয়ে। যেমন মা-মেয়ের জন্য প্লে-ব্যাক করা বা পিতা-পুত্র উভয়ের সাথে ডুয়েট গাওয়া এসব নিয়ে। লতাজির গাওয়া এমন কিছু গানের একটি একটি উদাহরণ দেবার চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা কামনা করছি। আমার জ্ঞান অতি নগন্য। আপনাদের কাছে অন্য তথ্য থাকলে জানিয়ে বাঁধিত করবেন।


৩ জেনারেশনঃ


মা-সুচিত্রা সেনঃ রাহে না রাহে হাম, মেহকা কারেঙ্গে (ফিল্মঃ মমতা)

কন্যা-মুনমুন সেনঃ আজা ও আজা, পেয়ার তেরা পেয়ার (ফিল্মঃ 100 Days)

নাতনি-রাইমা সেনঃ কাহি কাহি সে হার চেহরা (নন ফিল্ম সং)


২ জেনারেশনঃ


মা-তনুজাঃ দিওয়ানা কারকে ছোড়োগে (ফিল্মঃ মেরে জীভান সাথী)

কন্যা-কাজলঃ পেয়ার কো হো জানে দো (ফিল্মঃ দুশমন)


মা-মালা সিনহাঃ যারে যারে উড় যারে পাঞ্ছি (ফিল্মঃ মায়া)

কন্যা-প্রতিভা সিনহাঃ পতং য্যায়সা ডোরে রে দুপাট্টা মেরা (ফিল্মঃ মেহবুব মেরে মেহবুব)


মা-ববিতাঃ বেখুদি মে সানাম (ফিল্মঃ হাসিনা মান জায়েগি)

কন্যা-কারিশমা কাপুরঃ কুচ লোগ জিতে বাজি (ফিল্মঃ মেঘা)

কন্যা-কারিনা কাপুরঃ ক্যায়সে পিয়া সে কাহু (ফিল্মঃ বেওয়াফা)

 

এবার দেই সেই উদাহরণ যেখানে লতাজী ডুয়েটে গেয়েছেন পিতা-পুত্রের সাথে।


পিতা-কিশোর কুমারঃ দেখা এক খাব (ফিল্মঃ সিলসিলা)

পুত্র-অমিত কুমারঃ দিল কে আসমান পে গম কি ঘাটা ছায়ি (ফিল্মঃ রোমান্স)


পিতা-মুকেশঃ এক পেয়ার কা নাগমা হ্যায় (ফিল্মঃ শোর)

পুত্র-নিতিন মুকেশঃ আজা রে আজারে ও মেরে দিলবার আজা (ফিল্মঃ নুরী)

 

এবার দেই সেই উদাহরণ যেখানে লতাজী ডুয়েটে গেয়েছেন ভাই-ভাই এর সাথে।


ভাই-মনহর উদাসঃ লুটে কই মন কা নাগার (ফিল্মঃ অভিমান)

ভাই-পঙ্কজ উদাসঃ মাহিয়া তেরি কসম হায় (ফিল্মঃ ঘায়েল)

 

আরেক জোড়া পিতা-পুত্রের উল্লেখ না করলেই নয়। পুত্রের খুব ছোট পরিসরে উপস্থিতি হলেও, মধ্যাহ্নের সূর্যের মত লতাজীর উপস্থিতির সাথে তার উপস্থিতি অবশ্যই অনেক মাধুর্যমন্ডিত হয়েছে।


পিতা-সনু নিগমঃ খামোশিয়া গুনগুনাগে লাগি (ফিল্মঃ 1 2 ka 4)

পুত্র-নিভান নিগমঃ গীত কাব সারহাদে মানতে হ্যায় (অ্যালবামঃ সারহাদে)

 

আরো একজোড়া মা-মেয়ের কথা উল্লেখ না করলেই নয়-


মা-ডিম্পল কাপাডিয়াঃ ভুরি ভুরি আখোওয়ালা (ফিল্মঃ অর্জুন)

কন্যা-টুইঙ্কেল খান্নাঃ ইস দিল মে কেয়া হ্যায় (ফিল্মঃ যাব পেয়ার কিসিসে হোতা হ্যায়)

 

এবার আসি দুই বোনের কন্ঠে লতাজির গাওয়া কিছু গানের প্রসঙ্গে।


বড় বোন-কারিশমা কাপুরঃ কৃষ্ণা তু মে কারিশমা হু (ফিল্মঃ প্রেম শক্তি)

ছোট বোন-কারিনা কাপুরঃ আন্দেখি আঞ্জানি সি (ফিল্মঃ মুঝসে দোস্তি কারোগে)

 

বড় বোন-নুতনঃ ওহ চান্দ খিলা ওহ তারে হাসে (ফিল্মঃ আনাড়ি)

ছোট বোন-তনুজাঃ আপ মুঝে আচ্ছে লাগ্নে লাগে (ফিল্মঃ জীনে কি রাহ)

 

বড় বোন-সুলক্ষণা পন্ডিতঃ সুবাহ ওর শাম (ফিল্মঃ উলঝান)

ছোট বোন-বিজেতা পন্ডিতঃ ন্যায়না ইয়ে বারসে (ফিল্মঃ মোহাব্বাত)

 

এবার আসি পিসি-ভাতিজি জোড়া প্রসঙ্গে-


পিসি-গীতা বালিঃ শোলা যো ভাড়কে (ফিল্মঃ আলবেলা)

ভাতিজি- যোগিতা বালিঃ ছোটাসা ঘর আপনা (ফিল্মঃ চরিত্রহীন)

 

এবার আসি পুরুষদের জেনারেশনে। যেসন পুরুষ অভিনেতারা লতাজীর গানে উপস্থিত ছিলেন-


৩ জেনারেশন


পিতাঃ পৃথ্বীরাজ কাপুরঃ যাব পেয়ার কিয়া তো ডারনা কেয়া (ফিল্মঃ মোঘল এ আজম)

পুত্র-রাজ কাপুরঃ মে কেয়া কারু রাম (ফিল্মঃ সঙ্গম)

দৌহিত্র-ঋষি কাপুরঃ ভাবরে নে খিলায়া ফুল (ফিল্মঃ প্রেম রোগ)

 

পিতা-দেব আনন্দঃ ইয়াদ কিয়া দিল নে (ফিল্মঃ পতিতা)

পুত্র-সুনীল আনন্দঃ নেশা হ্যায় মুঝে ভি (ফিল্মঃ আনন্দ অর আনন্দ)

 

পিতা-ধর্মেন্দ্রঃ মে তেরে ইশক মে (ফিল্মঃ লোফার)

পুত্র-সানি দেওলঃ দেখে ভি তো কেয়া দেখে (ফিল্মঃ ফারজ)

 

পিতা-রাজেন্দ্র কুমারঃ কিতনি আকেলি (ফিল্মঃ তালাশ)

পুত্র-কুমার গৌরবঃ আ মুলাকাতো কা মওসাম (ফিল্মঃ লাভারস)

 

পিতা-সুনীল দত্তঃ তু যাহা যাহা চালেগা (ফিল্মঃ মেরা ছায়া)

পুত্র-সঞ্জয় দত্তঃ হো মায়নে দিল দিয়া (ফিল্মঃ জমিন আসমান)

 

এবার আস বৌ-শাশুড়ী জোড়ায়। এখানেও লতাজী মধ্যমণি!

 

শাশুড়ী-শর্মিলা ঠাকুরঃ চান্দা হে তু (ফিল্মঃ আরাধনা)

পুত্রবধু১-অমৃতা সিংঃ জানে কেয়া বাত হ্যায় (ফিল্মঃ সানি)

পুত্রবধু২-কারিনা কাপুরঃ মেডলে সং (ফিল্মঃ মুঝসে দোস্তি কারোগে)

 

শাশুড়ী-জয়া ভাদুড়ীঃ মায়নে কাহা ফুলো সে (ফিল্মঃ মিলি)

পুত্রবধু-ঐশ্বর্য রাইঃ হামকো হামিসে চুরালো (ফিল্মঃ মোহাব্বাতে)

 

বাংলাদেশী বংশোদ্ভুত আমার জানামতে দুইজন নায়িকার জন্য লতাজী প্লে-ব্যাক করেছেন।


১। সুলতানা- দাদাভাই ও দাদাভাই মূর্তি বানাও (ফিল্মঃ রক্তাক্ত বাংলা)

২। ববিতা-দুশমানি না কারো এ সানাম (ফিল্মঃ গেহরি চোট)

 

৩। শাবানা*- তেরে আচল মে (ফিল্মঃ শত্রু) [শাবানা উপস্থিত ছিলেন গানে] 

 


এবার আসি অন্য কিছু পারিবারিক সম্পর্কে। যারা কোন না কোন ভাবে লতাজীর গানের সাথে সম্পৃক্ত আছেন।

স্বামী-অমিতাভ বচ্চনঃ ইয়ে কাহা আ গায়ে হান (ফিল্মঃ সিলসিলা) [ডুয়েট]

স্ত্রীঃ জয়া ভাদুড়ীঃ নাদিয়া কিনারে (ফিল্মঃ অভিমান)

 

স্বামী-জাভেদ আখতারঃ দো পাল রুকা (ফিল্মঃ বীর জারা) [গীতিকার]

স্ত্রী-শাবানা আযমিঃ হাম হি নেহি থে পেয়ার কে কাবিল (ফিল্মঃ পিয়াসি আখে)

শ্বশুর-কাইফি আযমিঃ কুচ দিল নে কাহা (ফিল্মঃ অনুপমা) [গীতিকার]

 

পিতা-শচীন দেব বর্মনঃ মেঘা ছায়ে আধি রাত (ফিল্মঃ শর্মিলী) [সুরকার]

পুত্র-রাহুল দেব বর্মনঃ মাধবী ফুটেছে ঐ (ফিল্মঃ আরাধনা) [ডুয়েট]

পুত্রবধু-আশা ভোঁসলেঃ মে চালি মে চালি (ফিল্মঃ পাড়োসান)

 

পিতা-উদিত নারায়নঃ বাতাও তুম কন হো (ফিল্মঃ আনমোল) [ডুয়েট]

পুত্র-আদিত্য নারায়ণঃ ও জানা না জানা-২ (ফিল্মঃ জাব পেয়ার কিসিসে হোতা হে) [উপস্থিতি]

 

স্বামী-আদেশ শ্রীবাস্তবঃ ফুল মে ভেজু (ফিল্মঃ সালমা পে দিল আগেয়া) [সুরকার]

স্ত্রী-বিজেতা পন্ডিতঃ দেখো ম্যায়নে দেখা (ফিল্মঃ লাভ স্টোরি)

 

স্বামি-গুলজারঃ দিল ঢুন্ডতা হে ফির অহি (ফিল্মঃ মওসাম) [গীতিকার]

স্ত্রী-রাখী গুলজারঃ এ রি পবন (ফিল্মঃ বেমিসাল)

 

স্বামীঃ ধর্মেন্দ্র- আপ কি নাজরোনে সামঝা (ফিল্মঃ আনপড়) [উপস্থিত]

স্ত্রী-হেমা মালিনীঃ হা যাব তাক হ্যায় জান (ফিল্মঃ শোলে)

পুত্র-সানি দেওলঃ হার সুবাহ ইয়াদ (ফিল্মঃ ফারজ) [ডুয়েট]

 

স্বামী-অক্ষয় কুমারঃ ন্যায়নো কো বাতে (ফিল্মঃ এলাম) [উপস্থিতি]

স্ত্রী-টুইঙ্কেল খান্নাঃ মাদহোশ দিল কি ধাড়কান (ফিল্মঃ জাব পেয়ার কিসিসে হোতা হ্যায়)

শ্বশুর-রাজেশ খান্নাঃ কুচ হাম কো তুমসে (ফিল্মঃ আলাগ আলাগ) [উপস্থিতি]

শাশুড়ী-ডিম্পল কাপাডিয়াঃ হাম তুম এক কামরে মে (ফিল্মঃ ববি)

 

স্বামী-ঋষি কাপুরঃ ডাফলিওয়ালে (ফিল্মঃ সারগাম) [উপস্থিতি]

স্ত্রী-নিতু সিংঃ চোরনি হু মে (ফিল্মঃ চোরনি)

 

স্বামী-সুনীল দত্তঃ সাওয়ান কা মাহিনা (ফিল্মঃ মিলন) [উপস্থিতি]

স্ত্রী-নার্গিসঃ ঘর আয়া মেরা পরদেসী (ফিল্মঃ আওয়ারা)

 

স্বামী-দিলিপ কুমারঃ লাগি নেহি ছুটে (ফিল্মঃ মুসাফির) [ডুয়েট]

স্ত্রী-সায়রা বানুঃ তেরি মেরি জিন্দেগী (ফিল্মঃ দুনিয়া)

 

স্বামী-কিশোর কুমারঃ শায়াদ মেরী শাদি কা খায়াল (ফিল্মঃ সতেন) [ডুয়েট]

স্ত্রী১-মধুবালাঃ মুশকিল হ্যায় বহুত মুশকিল (ফিল্মঃ মহল)

স্ত্রী২-যোগিতা বালিঃ না রো এ মেরে দিল (ফিল্মঃ জমিন আসমান)

স্ত্রী২-লীনা চন্দভার্কারঃ ইয়াহা কৌন হ্যায় (ফিল্মঃ কয়েদ)

 

শ্বশুর-হেমন্ত মুখার্জীঃ তুমি রবে নীরবে (ফিল্মঃ কুহেলী) [ডুয়েট]

পুত্রবধু-মৌসুমী চ্যাটার্জীঃ ফেলে আসা স্মৃতি আমার (ফিল্মঃ শতরুপা)

 

পিতা-মুকেশঃ কাভি কাভি মেরে দিল মে (ফিল্মঃ কাভি কাভি) [ডুয়েট]

পুত্র-নিতিন মুকেশঃ জিন্দেগী কি না টুটে লাড়ি (ফিল্মঃ ক্রান্তি) [ডুয়েট]

দৌহত্র-নীল নিতিন মুকেশঃ দাতা সুন লে (ফিল্মঃ জেল) [উপস্থিতি]

 

ভাই-কীর্তি কুমারঃ দো বোল কেহকে (ফিল্মঃ রাধা কা সঙ্গম) [ডুয়েট]

ভাই-গোবিন্দঃ কৈ ওয়াদা (ফিল্মঃ পাপ পা আন্ত) [উপস্থিতি]

 

ভাই-যতিন পন্ডিত ও ললিত পন্ডিতঃ মেরে খাবোমে যো আয়ে (ফিল্মঃ দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে) [সুরকার]

বোন১-সুলক্ষণা পন্ডিতঃ আচ্ছি ভি লাগতি হু (ফিল্মঃ গরম খুন)

বোন২-বিজেতা পন্ডিতঃ ক্যায়সা তেরা পেয়ার (ফিল্মঃ লাভ স্টোরি)

 

স্বামী-উত্তম কুমারঃ না না কাছে এসো না (ফিল্মঃ কলঙ্কিনী কঙ্কাবতী) [উপস্থিতি]

স্ত্রী-সুপ্রিয়া চৌধুরীঃ আগার মুঝসে মুহাব্বাত হে (ফিল্মঃ আপ কি পারছাইয়া)

 

(চলবে).........

 

 

 

Author's Notes/Comments: 

28 january 2019

View shawon1982's Full Portfolio