বাংলা ভাষা

কোন এক বিমূর্ত সন্ধ্যার পদধ্বনিতে

মন উদ্বেল ছিল নিরাশার হাতছানিতে

তখন দেখেছিলাম ঘরে ফেরা পাখির ব্যস্ততা

কলকাকলিতে চৌচির করে দিয়েছিল সান্ধ্য-নৈঃশব্দ্য

আমার হৃদয়ে ফুঁটেছিল তখন সহস্র অজানা ফুল

সৌরভে ভরেছিল তনুমন-

শুনেছিলা এক গুঞ্জন

কি ভীষণ মিষ্টি, কি অদ্ভুত মাদকতা

বিমোহিত ছিলাম আমি, করেছিলাম আবিস্কার

আমার বাংলা ভাষা-

আমার গৌরব, আমার অহঙ্কার!

Author's Notes/Comments: 

27 january 2019

View shawon1982's Full Portfolio