সাবাস বাংলাদেশ
সাবাস আমাদের জাতি
জগতে ছড়ায়ে পড়ুক
আমাদের যত খ্যাতি!
জ্বালাও পোড়াও অত্যাচারে
আমরাই নাম্বার এক-
অন্য কেউ পারুক তো
এমন হয় দেখাক!
আমরা পারি মুহুর্তেই
অচল করতে দেশ-
আমরা পারি রাস্তাঘাটে
জীবন করতে শেষ!
আইন কানুন যেটাই হোক
আমরা যেটা করব-
তাতেই সবাই জিম্মি হবে
আমরা মজা লুটবো!
গাড়ি যখন বন্ধ হবে
মানুষ বুঝবে মজা-
নতুন আইন করলে দেব
ইচ্ছে মত সাজা।
কালি নাই তো কি হয়েছে
আছে মোবিল পোড়া-
যাকে খুশি তাকে মারবো
পরওয়া নেই থোড়া।
রাস্তা বন্ধ তো সব বন্ধ
সবাই হোক জব্দ-
গলা টিপে ধরে হলেও
বন্ধ করবো শব্দ।
বাচ্চা যদি মরে মরুক
চলবে আন্দোলন -
অ্যাম্বুলেন্স ও চলবে না
হোক শিশুর মরণ!
স্বাধীনতার কেতন উড়াই
একরাশ দীর্ঘশ্বাস-
নিজের তালি নিজে বাজাই
আহারে জাতি সাবাস!!