এগারো

\\এগারো


আজ যে মন লাগে না কাজে কিছুতে

মন ছুটে যায় ঘর পানে, নির্জন বিজনে

দখিনের হাওয়া মন করে দেয় উদাস

কাছে দূরে সবখানেই আমি যে পাই আভাস

কোথায় যেন ফুরিয়ে গেছে আমার সব কথা

নিজেকে প্রতিনিয়ত খুঁজে চলেছি যথাতথা

ছিন্নভিন্ন টুকরো গুলো কে জোড়া দেই

এরপর তাকিয়ে বলি, একি মানুষটা সেই?

চারিদিকে যখন এতকিছু ঘটে যায় অগোচরে

আমি কেন সেথা হতে চলে আসি অনাদরে?

অঙ্কটা খুব সহজ ছিল, তবুও মেলেনা উত্তর

অনেক প্রাণ চাঞ্চল্যের মাঝেও আমি নিথর

অন্ধকারে মন হাতড়ে খুঁজে এক বন্ধ জানালা

বহুকাল যা আছে খিল দেয়া, জং ধরা দুই পাল্লা

নিজেকে আমি হারায়ে খুঁজি যখন যেখানে যাই

নুড়ি পাথর বালু মাটি নিজের হাতেই ওড়াই

শেষ বুঝ হয় বেলা জানিনা আর কত বাকী

ক্রমাগত দূরে সরে সরে কোথায় লুকিয়ে রাখি?

বানিয়ে চলেছি এক এক করে বালির সব ঘর

পায়ে মাড়িয়ে যায় সবে, নেই যে আপন পর। 

Author's Notes/Comments: 

24 october 2018

View shawon1982's Full Portfolio