দশ//
কি যে হল আমার বুঝে পাই না কিছু
শূন্যতা গ্রাস করেছে ছাড়ছেনা কভু পিছু
একা একা বসে থাকি লাগে না কিছু ভাল
রবি ঠাকুরের রজনীগন্ধা গন্ধ সুধা একটু ঢালো
যে অবস্থার কোন সংজ্ঞা নিজের কাছেই নাই-
কিভাবে তা বোঝাবো কোথায় কাকে পাই?
ভেবেছিলাম লিখতে গেলে কাটবে নিঃসঙ্গতা
অনেক কষ্টে নিজের সাথে করলাম সমঝোতা
যত আনন্দের কথা লিখে ভরিয়ে ফেলবো খাতা
শূন্য খাতায় আঁকিবুঁকি করেও শূন্য রইলো পাতা
সবকিছু থমকে আছে, নীল আকাশের মেঘও
মনটা যেমন অবসন্ন আমার তেমনি ক্লান্ত দেহও
এমন কি কেউ আছে যে নাড়বে তার যাদুর ছড়ি
সাথে সাথে থেমে যাবে সব মন খারাপের ঘড়ি
পুরনো কে পিছে ফেলে জীবনে আসবে ছন্দ
অনুর্বর মনের বাগানে নতুন ফুল ছড়াবে গন্ধ
মন কেন কুরে কুরে খায় অজানা এক ঘুণপোকা
বিশ্বাস কেন বার বার করেও পেতে হয় ধোঁকা
কেউ কি আছে যে বুঝবে আমার মত করে
আমাকে একা ফেলে কভু যাবে নাতো সরে
যতই আমি আড়ালে আড়ালে খুঁজেছি নিজের ছায়া
ব্যর্থ হয়ে ততবারই ফিরেছি নিয়ে নিজের কায়া
নিজের লেখা কত কিছু ঠাই পেলো আবর্জনায়
হারিয়ে গেছে চিরতরে, তা পাবে না কোন কোনায়