সমানে সমান

আজ যদি খেলি তবে

খেলবো রক্তের হোলি

দরকার হলে নিজের হাতে

নিজেকে দেব বলি।

কারো কথায় আমি আজ

হব না বলির পাঁঠা-

আমার সাথে লাগতে আসলে

মারবো মুখে ঝাঁটা।

এতদিন অনেক কথা

শুনেছি মুখ বুঝে

এখন আর কথা কথা শুনে

কাঁদবো না মুখ গুজে।

সহ্য এতদিন অনেক করছি

এরও আছে সীমা-

কিন্তু তার বাড়াবাড়ির

নাই যে দাঁড়ি কমা।

আমার আমার করে করে

জীবন করলো শেষ-

প্রতিদিন নতুন করে

বাড়ায় মনের দ্বেষ।

জোর করে নিজের কথা

অন্যের উপর চাপায়-

সত্যি কথা কইতে গেলে

ফাল পাইড়া দাপায়।

নোংরা কথা কইতে যার

এতই লাগে ভালো-

তারে কি জবাব দেবো

তোমরাই এবার বল।

অনেক দেখছি আর না

দেব আমি প্রমাণ-

যা খুশি কর তুমি

আমিও সমানে সমান।  

Author's Notes/Comments: 

19 september 2018

View shawon1982's Full Portfolio