কি দারুন রঙের বাহার
আহা কি রঙ্গীন-
এদিকে তো আমার দশা
বড়ই করুক সঙ্গীন!
চোখে দেখা যায় না
সিন্দাবাদের ভূত-
ঘাড়ের উপর ঠিকই চেপে
বসে হালার পুত!
আসার খাত একটাই
যাওয়ার খাত বহু-
আমার জীবনে মঙ্গল কই
সবই শনি রাহু!
সবকিছু এলোমেলো
কিছুই নয় সোজা
কোথা থেকে চেপে বসে
এমন বিলের বোঝা?
সবই ছিল আগের মত
পরিবর্তন সামান্য-
বিল এলো দ্বিগুনের বেশী
এতটাই জঘন্য।
রাগে কষ্টে আমি জ্বলি
মনে নাই স্বস্তি-
বিনা কারনে চেপে বসে
এমন বর্বর শাস্তি।
যার জুতা সেই বোঝে
পেরেক কই গুতায়-
অন্যদের মুখে তাই
সুখের খৈ ফোটায়!
অসহ্য অক্ষম রাগে
কাজ করেনা মাথা-
সারা রাত ঘুম নেই
বুকে করে ব্যথা।
ডিজিটাল মিটারের নামে
এ কোন প্রহসন?
বিলের জন্য কি খুলতে হবে
পরণের সব বসন?
বিলের জন্য তাহলে কি
নামতে হবে রাস্তায়?
নিজের মান ইজ্জত সব
বিকোতে হবে সস্তায়?
আসল কথা না জেনে
মন পাবে না প্রবোধ
অস্থির হয়ে আছি আমি
নই আমি সুবোধ।