সাত

সাত//

বাঁধনহারা মেঘে ছেয়ে আছে আর পুরো আকাশ

চোখে মুখে আলতো পরশ বুলায় ঠান্ডা বাতাস

সূর্‍্য্যের দেখা নেই যে আজ সারাটা দিনভর

আলো ছায়ারা আজ লুকোচুরি করছে পরস্পর

ক্ষণে ক্ষণে মনে হয় এই বুঝি ঝরবে অঝোর বৃষ্টি

এই বুঝি ঘোলাটে হয়ে আসবে আমার সমুখ দৃষ্টি

ইচ্ছে ছিল তোমায় নিয়ে বর্ষায় করবো অবগাহন

সাড়া দিলে না তুমি, হলো না সে স্বপ্নের বাস্তবায়ন

কতিদন রাস্তা দিয়ে হেঁটেছি, ভিজেছি আপন ছন্দে

সুর তাল লয় বিহীন চলেছি পথে স্বকীয় দ্বিধাদ্বন্দ্বে

বৃষ্টিতে হাঁটলে আলাদা করে বোঝা যায় না আশ্রুজল

বলেছিলে তুমি, অভিব্যক্তি ছিল কতইনা সহজ সরল

কালো মেঘের প্রতিযোগিতায় নেই যে কোন ক্লান্তি

আলোর দেখা বুঝি মিলবে না, মনে লাগে ভ্রান্তি

একাকী কক্ষে বসে বসে, উল্টাই স্মৃতির পাতা

লিখেছিলাম আপন মনে, ভুলে যাওয়া কিছু কথা

এমন এক মেঘের দিনে, তুমি আমি দু’জন মিলে

তুমি শুধু আমার হবে, ভালবেসে বলেছিলে

টিনের চালে বৃষ্টির শব্দ আমরা শুনবো অবিরাম

তোমার চোখের অতলে হারাবো, নেবো না বিশ্রাম

তোমাকে নিয়ে খালি পায়ে হেঁটে যাব মেঠপথে

তোমাকে শোনাবো বৃষ্টির গান, কল্পনার মনোরথে

যখন বৃষ্টি নামে নামুক, সব ভাসিয়ে নিয়ে যাক

আকাশ ধোওয়া জলের ঢলে ভিজেছে কাব্য খোরাক

ঝরা পাতায় চিঠি লিখে ভাসাবো তোমার পানে

বৃষ্টি ঝরুক আকাশ ভরে, মেঘ নয়, মনের টানে   

Author's Notes/Comments: 

13 september 2018

View shawon1982's Full Portfolio