চেয়ারে বইতে না বইতেই
ঘুইরা উঠলো মাথা-
সারা ঘর হেলে দুলে
কি কমু তার কথা!
আমি ভাবলাম আবার কি
বেড়ে গেলো প্রেসার?
মাথা করে ঝিমঝিম
মনটা লাগে অসার!
নিউজফিডে গিয়া আমার
চক্ষু চড়কগাছ-
ভূমিকম্প হয়ে গেছে
ছোটখাট পোসপাস!
ভয়ে যখন আত্মারাম
প্রায় খাঁচাছাড়া-
ততক্ষণে জেনে গেছে
সারা শহর পাড়া!
বাঁচাইয়া দিছেন আল্লাহ
গেছে অল্পের উপর দিয়া-
যদিও তেমন চিন্তা নাই
কইরা হালাইছি বিয়া!
ফোনে যখন বৌরে কইলাম
হুনছো নাকি খবর?
হ্যায় কইলো জ্বালাও কেন
ঘুমডা দিছিলাম জবর!
লে হালুয়া, আমি মরি
ভূমিকম্পের ডরে-
হ্যায় কিনা ঘুমডা দিছে
খ্যাতা গায়ে ঘরে!
আমারে কয়, ডর লাগলে
ঘরে ফিরো গোপাল-
মাথার চুল ছিড়া কই
এরেই কয় কপাল!