একদিনে দেখতে হবে
গোটা দেড়শ খাতা-
চেকিং শুরু করার আগেই
ঘুরে উঠছে মাথা।
কত কি মনে আসে
খাতা দেখার সময়-
সবাই কি সুখে আছে
বিপদে ফেলে আমায়।
পরীক্ষার শেষ দিনেই
সব খাতা পেলাম-
এতদিন তো ফ্রি ফ্রি
কত সুখেই ছিলাম।
সুখের খ্যাতায় গুল্লি মারি
কত যে কাজ বাকী-
হাড়ে হাড়ে বুঝছি মজা
কেন যে দিলাম ফাঁকি!
কেমন করে এখন আমি
খাতার খ্যাতা পুড়াই?
আলসেমির স্বপ্নগুলো
কল্পনাতেই উড়াই।