দুই//
ক্লান্তির মাঝেও এক পশলা শান্তির পরশ আনে
তোমার ভাবনাগুলো যখন জীবন্ত হয়ে ওঠে-
অনেকটা সাদা-কালো ছবির মতন
অতীতের সুতোছেড়া আবেগ বুনে যায় স্বপ্নের মায়াজাল
মনের একান্ত আপন প্রকোষ্ঠে নিত্য করে যতন!
কি অসম্ভব পরিপূর্ণ, প্রস্ফুটিত তোমার অভিব্যক্তি
দু’চোখের ভ্রমে লুকিয়ে রেখেছো অব্যক্ত কত কবিতা
সবাই বুঝতে পারে না, স্পর্শ করতে পারে না সমূদ্রতল
জানতে পারে না ইশারায় বলা তোমার যত না বলা বার্তা।
চিন্তার পরিক্রমায় বিঘ্ন ঘটায় মেঘহীন ক্লান্তি
দু’চোখের পাতা ভার হয়ে মিশে যেতে চায়
ঠিক তখন আলতো স্পর্শ করে দিবারশ্মি
যখন আমার মন ছিল তোমার ছবির সাদা-কালোর অনুপাতে
আমি জেগে উঠি এক ভীষণ আশা নিয়ে,
মনে হয় তুমি আর ছবি নেই, এক পরম বাস্তবতা
আমার সামনে তুলে ধরেছো আমার মনের নিগূঢ় জৌলুসহীন ব্যথা
সমীকরণ লেখা কাগজ মিথ্যে মনে হতে থাকে
হিসেবটা এবারও মিলে নি, বরাবরের মত
আমার ভুলের মাত্রাগুলো বাড়তে থাকে যথাযত
আমি খোলা জানালার দিকে তাকাই সমাধানের আশায়
দেখি উত্তপ্ত পীচের উপরে জন্মেছে একগোছা ঘাস
একটু মাটি পেয়েছিল ওরা;
কারণ ওরা যে আমার মত নয়