এক

এক//

আমার আত্মার স্বরূপ আমি দেখাবো তোমাকে

তুমি হিসেব করে দেখে নিও

খুঁজে পাবে আমাকে সবগুলো টুকরো জোড়া দিলেই

যদি বুঝতে পারো!

আমি তো হারাতেই চেয়েছিলাম,

দেখো ঠিকই হারিয়ে যাব, জানবেও না

আমি জানি তখন আর কেউ

আমাকে খুঁজবেও না।

শুধু রয়ে যাবে আমার ছিন্নপাতার ভালোবাসা

একটু একটু করে জমিয়েছিলাম তোমাকে দেব বলে

তোমাকে দেয়া হল না-

তার আগেই হারিয়ে গেলে; আমাকে অপেক্ষায় রেখে-

আমিও তোমার অপেক্ষায়

মিশিয়ে দিলাম নিজেকে একটি একটি কবিতায়।

যদি তুমি কখনো পড়ে দেখ,

তোমার একবিন্দু স্পর্শ পাব এই আশায়।  

কত কিছু যে তোমাকে বলার আছে-

কত ভাষায় বোবা অশ্রুতে লেখা আছে- ইয়ত্তা নেই

শুধু আমার নিজস্ব ভুবনের ভগ্ন প্রাচীরের মত

প্রতিকার বিহীন, আকৃতি বিহীন কিছু ব্যথা

আর ধ্বংসাবশেষ হয়ে টিকে থাকা কিছু অনুভুতির কথা

Author's Notes/Comments: 

1 september 2018

View shawon1982's Full Portfolio