নেই!

নেই! সে তো নেই!

যদি না আসে? হয়ত সে আসবে

দোদুল্যমান মান কখনও এদিক, কখনও ওদিক

আশা নিরাশার দোলাচলে

চঞ্চল মন মেঘের ভেলায় এই বুঝি ভাসবে!

হয়ত সে আসবে!

সকল বাঁধা টপকেছি, দূরত্ব পেরিয়েছি

প্রতীক্ষায় ছিলাম কয়েক তৃষ্ণার্ত জীবন।

হেরে তো তবুও যাইনি,

পথ হারিয়ে খুজেছি-

তবুও তোমায় পাইনি!

দৃষ্টির ওপারের প্রকাট সূর্য্যটা অস্ত গেছে কবেই

আর ওঠেনি, হয়ত দরকার ছিল না কোন-

কত অনুনয় করে বলেছিলাম

আমার শেষ কথটি অন্তত শোন

সময় হয়নি তার, হয়ত আর হবে না

নিরুত্তাপ মন আজ আর উষ্ণতা চায় না

চায় হেমলকের বিষাক্ত শীতলতা

নেই! সেটাও আজ নেই, কিছুই নেই

ঘাত প্রতিঘাত, কিছুই নেই

সব আধারের প্রতিফলনে ফেরত গেছে

বলে যায়নি কিছু-

মন তার চলার পথে যায়নি আগুপিছু।

আজ শুধু আমি আর ইশ্বর

শূন্য নিয়ে বাজি ধরবো!

কে জিতবে?

জানতে চেও না

কারণ কিছুই তো নেই!

তুমি নেই; তোমার প্রয়োজনও নেই।

Author's Notes/Comments: 

29 august 2018

View shawon1982's Full Portfolio