-আমি কি তোমাকে কখনো দেখেছি?
-হয়তো দেখেছো হয়ত নয়!
-খুব চেনা চেনা লাগছে কেন?
-কেন তোমার এমন মনে হয়?
-কোথায় যেন তোমার সাথে মিল খুজে পাই
-হতেই পারে, কিন্তু সে তো নই আমি।
-তবে তুমি কে, কি তোমার পরিচয়?
-আরেকটু ভেবে দেখো, উত্তর পাবে তুমি।
-তোমার কি দেখতে ভাল লাগে, জানালা খোলা আকাশটাকে?
-নিশ্চই লাগে, যখন আমি মিতালী করেছি তার সাথে।
-কখনও কি ছুঁয়ে দেখেছো নীল ঐ আকাশটাকে?
-যখন ইচ্ছে, তখনই ছুই, দিন কিংবা রাতে।
-তোমার কি ভালো লাগে প্রখন দিনের সূর্য্যটাকে?
-তাকিয়ে দেখ আমার চোখে, তুমি নিজেই বুঝতে পাবে।
-তোমার চোখের মাঝে দেখি, উজ্জ্বল ঐ সূর্য্যটাকেই
-এবার কি বুজলে তবে, ওকে কতটা ভালো লাগে?
-কখনও কি মনে হয়েছে তুমি দূর আকাশের তারা হবে?
-আমি কেন তারা হবো? তারাই হোক না আমার মত!
-বাহ! বেশ বললে তো! কেন এমন মনে হল?
-আমি যে এমনই। নিজের মনের মত করে, আমার ইচ্ছে যত।
-তুমি কি কাউকে কখনও ভালবেসেছো?
-আমি যে এখনও অন্তহীন ভালবেসে যাই।
-আমি কি জানতে পারি কে সেই ভাগ্যবান?
-জানতে চেও না, যদি যেনেই ফেলো, দেখবে আমি যে আর আমার নাই।