মনে হয় সবকিছু অস্বীকার করে ফেলি
বাতাসের ঘূর্ণি, সাগরের তেজ কটাল, প্রিয়ার হাসি
সব! সব কিছু!
কিছু নেই, সব মিথ্যে; অলস কবির কল্পনা।
বাস্তব বড় সরেস।
বেঁচে থাকার জন্য চাই, বোতল ভরা নিষিদ্ধ শুধা
ময়ুরের পাখা তোলা উন্মত্ত ছন্দ
আগুন ধরানো একজোড়া ঠোঁট
আর জ্বালা ধরানো কতগুলো আঘাত।
কাগজ কলম নিয়ে বসি, লিখবো কতগুলো মিথ্যে কথা
আকিবুকি করি, চাষাবাদ করি,
জন্মহয় কতগুলো নাম ঠিকানাহীন বেজন্মার!
ওরা নিজেদের মত বেড়ে ওঠে, শৈবালের মত
বিষাক্ত ছত্রাকের মত বিষ ধারণ করে বুকে
খেলেই জ্বালা ধরানো উপমার ছড়াছড়ি
আর তথাকথিত নাম যশ খ্যাতি।
আবার নতুন করে বানালাম অস্বীকারের তালিকা-
আবার বাদ যাবে, সম্পর্কের গরল দ্রবন
কিছু মায়াময় অপেক্ষা, আর আড়চোখে তোমাকে দেখা ক্ষণগুলো
যা এসিডের মত পুড়িয়ে বিকৃত করেছে
এক এক করে উঠে দাঁড়ানো নপুংসক সত্যকে।