পারবে ভুলিয়ে দিতে আমার সবটুকু অতীতকে?
মাঝরাতের দুঃস্বপ্নের সাথে বুনে রাখা ভয়ঙ্কর এক সত্যকে?
তিল তিল করে নিঃশেষ হবার আগেই
জানিয়ে দিয়ে যেতে চাই এক ভয়াল সত্যকে
তুমি হয়ত ঘৃণা করবে,
হয়ত করুণা করবে-
তবুও মিথ্যে বলে তোমার বিশ্বাস আর নষ্ট করবো না
তবে কি এতকাল প্রতারণা করেছি?
জিজ্ঞাসা করো না নবনীতা!
আমি এর উত্তর দিতে পারবো না
তোমাকে ছুঁয়ে বলছি, বড্ড ভয় করে আমার।
রাতের অন্ধকারে দু’টো হাত আমার শ্বাস বন্ধ করে দেয়
সারা গায়ে ছিটিয়ে দেয় নর্দমার সব অপবিত্রতা।
আমি সরে আসতে চাইলে আরো বেশী করে ডেবে যাই
অনিশ্চিত এক চোরাবালির গর্তের ভেতর
যেখানে এক এর পর এক দংশর করতে থাকে
আর আমার সর্বাঙ্গে বিষ ঢেলে দেয়।
অট্টহাস্যে বলতে থাকে- মেনে নে, মেনে নে
কাউকে বলতে যাসনে বাছা।
আমি শিউরে উঠি।
আমার শিরদাড়া নীল হয়ে যায় যন্ত্রণায়।
নিজের পায়ে দাড়াতে পারি না
অন্ধকারে ঘুমাতে পারি না
নিজেকে শেষ ও তো করে দিতে পারি না।
তোমার আশ্রয়ে চলে যেতে গিয়েও পিছিয়ে পড়ি
গায়ে লেগে আছে এখনও সেসব সরীসৃপের দুর্গন্ধ
পা বিহীন শরীর মাটিতে আছড়ে আছড়ে
এখনো তাড়া করে ফেরে আমার ঘৃণিত দূষিত অনুক্ত অতীত।
যেখানে গোলাপের কাটা ক্ষতবিক্ষত করে
ফুটে ওঠার আগেই
এক আশৈশব জ্যান্ত শাবকের মৃত্যুকে।