আকাশের প্রচ্ছদে, মেঘের অবয়বে
নবনীতা আমি তোমাকে খুঁজেছি বহুবার
মনে হয় তুমি খেলছো কোন এক
অবিনাশী লুকোচুরি খেলা
যখনই বলেছি কাঙ্গালের মত, আমি মেঘ হব
তখনই তোমাকে হারিয়ে ফেলেছি
আলোর কোলাহলে নৈঃশব্দ্যের করাঘাতে
সহসা আর আঁকা হয়নি তোমার প্রতিচ্ছবি
মনে হল, কে যেন বলে দিল, ‘অপেক্ষা কর’
আর কত অপেক্ষা?
তবে কি আবারও নিতে হবে নতুন এক জন্ম?
এ কেমন শাস্তি?
মেঘ হতে চেয়েছিলাম বলেই?
এখনও তোমার লুকোচুরি থেমে নেই নবনীতা
সূর্যটাও পালিয়ে গেলো সেই কখন যেন
আকাশের গায়ে এক পরত সিঁদুর লাগিয়ে।
বুড়ো দেবদারু গাছটাই দাঁড়িয়ে রয়েছে একাকী
সবাইকে ছাড়িয়ে- এবারো যেন তোমারই সেই ছবি
মেঘের দিকে একনাগাড়ে ক্রমাগত তাকিয়ে থাকি
কখন শেষ হবে তোমার এই ভ্রমহারী লুকোচুরি?