আবার যদি দেখা হয় কখনও
তোমার সাথে দেখবো মুক্ত আকাশটাকে
কুয়াশার চাদরে ঘেরা শীতের সকালে
সেথা খুঁজে নেব মনের মুক্তি ব্যকুল ভাবে-
তোমার মনের বন্ধ কুঠুরীতে।
এই বন্দীত্বই আমার কাম্য; বহুযুগের তৃষ্ণা
নিবারিত হবে চিরতরে, সন্দিগ্ধ সঙ্গোপনে
দূর থেকে ভেসে আসে কাঁসার ঘন্টাধ্বনি, ঢং ঢং ঢং
সরবে ঘোষণা করবে আমার মুক্তিবার্তা
হয়ত ধরা পড়ে যাব তার আগেই।
মাত্র তো ছিলে কয়েক মুহুর্ত
একটু মাত্র স্পর্শ পেয়েছিলাম
অতটুকু উষ্ণতায় বাড়তে থাকে আকন্ঠ মুক্ততৃষ্ণা
বুক আকুপাকু করতেই থাকে আসন্ন মুক্তির অভিলাসে
আর তখনই আমায় চলে যেতে হয়
তোমাকে না পাওয়ার আকন্ঠ তৃষিত হরষে।