আর কতকাল শুনতে হবে
তোমার ফালতু পাচন?
সন্ন্যাসী বেশী হয়ে গেলে
নষ্ট হয় গাজন
অখন তখন পার তুমি
শুরু করতে ভজন
সবাই বলে তুমি নাকি
আমার পরম স্বজন?
সুন্দর সময় যখন তখন
করে দিচ্ছ মাটি
এটা সত্য, স্বীকার করি
ভন্ডামি তোমার খাঁটি!
নিয়ম কানুকের কড়াকড়ি
চাপিয়ে আমার উপর
খাচ্ছ দাচ্ছ দিব্যি আছো
ভাসছো হাওয়ার উপর
মুখ দিয়ে যেন আগুন ঝরে
অনলবর্ষী বক্তা
মনে হয় ঘুষি দিয়ে
ফাটাই নাকের তক্তা
সীমা ছাড়িয়ে যাচ্ছেতাই
করছো বাড়াবাড়ি
ঘুরে ফিরে তো সবই এক
খাড়া থোড় বড়ি
ভালো করে বলে যদি
করতে মন জয়
তোমার জন্য করে দিতাম
জিবনটাই ক্ষয়
যত খুশি করতে থাকো
চিৎকার যখন তখন
আমার ভাল আমি বুঝবো
থাকবো নিজের মতন