শাক দিয়ে মাছ ঢেকে
পাবে না তুমি পার
আচরণই বলে দেয়
তোমার সংস্কার
যখন থেকে গদি পেয়ে
হয়েছো রক্ষক
তখন থেকে তুমি অতীত
ভুলেছো শিক্ষক!
তোমাদের সব কাজের কথা
আমরাই করি প্রচার
আমরা যদি না থাকতাম
তোমরা হতে অসার
দুপুর থেকে বিকাল অব্দি
রইলাম ঠাই বসে
আর তোমার খাচ্ছ বিস্কুট
চুবিয়ে চায়ের রসে
আমরা কি খাই না খাই
তাতে তোমার কি?
নিজেরা খাও স্ফুর্তি করে
পাতে নিচ্ছ ঘি
উদরপূর্তি হয়ে গেলে
তখন পড়ে মনে
শিক্ষকদের হয়নি খাওয়া
বসে আছে কোণে
ক্ষুধা খালি তোমাদেরই লাগে
প্রসাশনিক প্রভু?
আমাদের কথা তোমরা কি
ভেবে দেখেছো কভু?
তোমাদের খাওয়া শেষ হলে
তখন এলে ডাকতে
আকন্ঠ তোমরাই গিলতে থাকো
আমরা যাবো না মরতে
লাগবে না ভাই তোমাদের
এটো কাটা খাওয়া
আমরা চাই আমাদের
সন্মানটুকু পাওয়া
আমাদের জন্য খাবার নেই
বেশ ভাল কথা
আগেই বলে দিতে তবে
চুকে যেত ল্যাঠা
প্রসাশনের গদিতে বসে
করছো সাজ সজ্জা
ভাঁড় দেখতে সবাই হাসে
আমার লাগে লজ্জা।