নিরন্তন লুকোচুরি

পানির উপরেও মনে হয় থেকে যাবে দাগ

দেখতে পাব আমি অলীক দৃশ্যে

কারণ বিদ্রোহী চোখের দৃষ্টি অবিন্যস্ত পদযুগল দেখে

মন পাখি হয়ে উড়ে যায় বিভ্রমে

আকাশের দুঃখ ছুঁয়ে দেখবে বলে

কেন এতকারল পরেও

আকাশ আগের মতই নীল?

ঠিক যেন বিষক্রিয়ায় আক্রান্তের অভিব্যক্তি!

আমিও নীল হতে চাই, আকাশের মত

ঘুচে যাক তবে এতদিনের লালিত সংস্কার

মিটে যাক সব ব্যবধাকের দেয়াল

নতুন করে সম্মোহিত হই

প্রতিজ্ঞা করেছি, নীল হব

যদি কোন মন্ত্রোচ্চারণ করতে হয়, তাও করবো

শুধু তোমাকে পাবার জন্যই

ক্ষণিকের জন্য তোমার চঞ্চল পায়ের নৃত্য

এরপর হয়ত মিলিয়ে যাব

যাক! তাতেও আক্ষেপ নেই

মুক্তির শৃঙ্খল ভেঙ্গে যাক, চোখ যেদিকে যায়

এরপর হারিয়ে যাব তোমার সীমানার বাইরে

ছদ্মবেশে মিশে থাকবো তোমার খুব কাছে

তুমি দেখতে পাবে, তবুও চিনবে না

চলবে নিরন্তন লুকোচুরি খেলা

চিরদিনের জন্য নীলে বিলীন হওয়া

 

Author's Notes/Comments: 

২০/৬/১৭

View shawon1982's Full Portfolio