ক্ষতিপূরণ

আমাকে আমার প্রচ্ছন্ন ভালোবাসার ক্ষতিপূরণ দিও

যত তুচ্ছই হোক, তবুও দিও

গাছের কোন শুকনো পাতা

যাতে তোমার স্পর্শ লেগে আছে-

অমন কিছু হলেও দিও!

নিরাসক্ত কোন এক অবেলায় যদি

পাহাড় থেকে প্রতিধ্বনি হয় তোমার কন্ঠ

আমি ধরে নেব তুমি ক্ষতিপূরণ দিয়েছো

পথিকের বেশে যদি কখনও আসি

তখন না হয় একটু ছায়া দিও

এরপর না হয় উঠে চলে যাব

জানি পিছুডাক কেউ দেবে না

ছাড়ায় জুড়াবে দেহ, তোমার কাল্পনিক মায়ায়

তুমি মনে মনে না হয় সান্ত্বনাই দিও!

আমি শুনে নেব কোন বাস্তব কল্পনায়

যদি নাও শুনতে পাই

আনমনে তাকিয়ে থাকবো মৃত্যুর অপেক্ষায় জাগা

স্বার্থপর তারাগুলোর দিকে

ওদের এলোমেলো আকৃতিগুলোর মাঝে

বিন্দু থেকে বিন্দু

মনের পেন্সিলে এঁকে যাব তোমাকে

যখন বিশ্বচরাচর নিথর হবে

কেউ কারো পরিচয় দিবে না বিভোর বিতৃষ্ণায়

তখন না হয় তুমি ছবি থেকে বাস্তবে চলে এসো

আমি তখন ওটাকেই

ভালোবাসার ক্ষতিপূরণ ধরে নেব

 

Author's Notes/Comments: 

২০/৬/১৭

View shawon1982's Full Portfolio