মরমে মরমে জ্বলি
সুধা ভেবে বিষপান করে
প্রণয়ের কথা বলি।
শিয়রে খোলা দ্বার
উত্তাল বেগে আসবে ধেয়ে
সাধ্য আছে কার?
নিজের মনের কথা
না বলে সয়ে যাই
হৃদয়ের লুকানো ব্যথা।
চকিতে চাহিতে চেয়ে
ফিরে এলাম খালি হাতে
তোমায় না পেয়ে!
কোন সে ক্ষণিক ভুলে
হারিয়ে যাচ্ছে সব কিছু
অনুতাপের মাশুলে?
নয় মোটেই মামুলী
সকল ভুলে তোমার কথা
কেমন করে ভুলি?
স্মৃতির রঙ তুলি
মনের খাতায় এঁকে চলে
ছবি তোমার সকলই!
আমার মনের মাঝে
তোমার বিরহে সদা সর্বদা
দুখের সানাই বাজে।
আমার কবিতার সমাপন
সেদিনই হবে যেদিন আমার
ঘনিয়ে আসনে মরণ।