অনিশ্চিত স্বপ্ন

এক অনিশ্চিত স্বপ্নের দোলাচলে

অজাচিত এ মন কেন উঠেছে মেতে?

আবির রাঙা ঐ স্বপ্নের উঠোন জুড়ে

কে একে যায় আল্পনা বিভোর মনে?

আমি তারে খুজতে গিয়ে

হারালাম নিজের পথ

অজানা ঐ স্বপ্নেরা ডেকে যায় আমায়

পথ হারানোর নেশায়

ছুটালাম নিজের মনোরথ!

রক্তের বাঁধন ছুটে যায় দূর দেশে

আমার স্বপ্নের আঙ্গিনায় হেসে অনিমেষে।

 

Author's Notes/Comments: 

৪/৪/১৭

View shawon1982's Full Portfolio