কোন সম্ভাষণের দরকার নেই তোমার
না দরকার আছে কোন বিশেষণের
তুমি হেমন্তের প্রথম শিশির বিন্দুর স্নিগ্ধতা
অপার বিস্ময়ে দেখে যাওয়া
অনিমেষ চোখের মুগ্ধতা!
কখনও খোলা দিগন্তে মুক্তা ছড়ানো পাগলামি
নিত্যদিন খুঁজে চলে তোমাতে হারানো আমি।
নিতান্ত নিরর্থক-
তোমার জন্য কোন উপমার ভূষণ
সকল কবিতার শিরস্ত্রাণে।
তুমি যে নিয়েছো আসন।
তোমাতে বিলীন হয়ে আমি গড়েছি মম আমিত্ব
অপেক্ষার প্রহরে স্বাক্ষর করে,
পেয়েছি প্রেমের সত্ত্ব!
আর নেই কিছু বাকী- শুধু কয়েকটি ছত্র
রাশি রাশি পংক্তিগুলো ছড়ানো যত্রতত্র
মেঘের কালো ভেলায় চড়ে
কভু এসো ধরাধামে-
হাজার বার নিলাম ডেকেও
তোমায় নেব আমি বিনা দামে।
আমার কাছে এমনই তুমি
অশনি প্রেমের বার্তা
শত কয়ে নীরব হয়ে
বলেছি কতো যে কথা!
কোন গন্তব্যের প্রয়োজন নেই তোমার
যেথা ছিলে সেথায় আছো
হৃদ মাঝারে আমার।