নয়ন যদি দেখিতে চায় তোমারে-
মার্জনা করো তবে
দিওনা কোন দোষ তারে
চোখের পাতা যদিও ঢেকে রাখে
ঐ চঞ্চল চোখের দৃষ্টি-
তবুও দ্যুতি ছড়াবে,
স্রষ্টার সেই অপরূপ সৃষ্টি!
যদি দোষ হয় তোমাকে দেখায়,
থাকুক!
গ্রহনই যদি থাকে ভাগ্যে,
লাগুক!
শুধু তুমি গোপন রেখো
তোমার বাহ্যিক আক্রোশ
মার্জনা করে দিও তবুও
বিগলিত চোখের যত দোষ।