নবনীতা (মেঘের সঙ্গী)

নবনীতা,

 

তোমার কি কখনও আকাশ ছুঁয়ে দেখেতে ইচ্ছে করে? বা কখনও ইচ্ছে করে মেঘের মত আকাশে ভেসে বেড়াতে? মেঘের ভেজা ভেজা স্পর্শ কি তোমার মনে কোন ভাললাগে আনে? এসব কিছুই আসলে আমার মনের কথা। আমার নিজের ভালোলাগা। তোমাকে না বললে যে শান্তি পাই না। আমার লেখার মধ্যে মেঘ, আকাশ, তুমি সবকিছুই কেমন যেন মিলেমিশে একাকার হয়ে যায়। কখনও মনে হয় তুমিই আমার সেই খোলা আকাশ যেখানে আমি নিজে মেঘের মত সদা ভেসে বেড়াতে চাই। আজকে রবীন্দ্র সংগীত শুনছিলাম। তখন থকেই গানটা মনের মধ্যে গেথে আছে। আর সে সাথে মনে আমি নিজেও বুঝি মেঘের মত হয়ে গিয়েছি। ভেসে যাচ্ছি এখান থেকে ওখানে...

 

♫♪

 

মন মোর মেঘের সঙ্গী,
উড়ে চলে দিগ্দিগন্তের পানে

নিঃসীম শূণ্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম

 

♫♪ ♫♪

 

মাথার মধ্যে শুধু এই গানটা ঘুরছে। মনে হচ্ছে যেন তুমি গানটি গাইছো আমার জন্য। আমার সারা দেহ-মন পুলকিত। আমি মনে হয় আমার চারপাশে তোমার অস্তিত্ব টের পাচ্ছি। যেমনটা হয়েছিল কয়েক বছর আগে। যখন উঠে ছিলাম এক বিশাল পাহাড়ের চূড়ায়। সেখানে আমার গায়ের পাশ দিয়ে মেঘ উড়ে যাচ্ছিল। সেই অনুভূতি ভোলার না। ক্ষণিকের জন্য মনে হল যেন গা ভিজিয়ে দিয়ে গেলো। কিছুক্ষণ পরেই আর নেই। মিলিয়ে গেলো কোথায় যেন। ঠিক তোমার মতই নবনীতা। এই আছ এই নাই। কখনও বাস্তব আবার কখনও মনে হয় তুমি কল্পনা। তুমি যেখানেই থাকো না কেন, আছো তোমার আমার মনে। আমার কবিতায় আমার মেঘ সঙ্গী হয়ে। তেমনটাই থেকো। এইটুকুই তো আমার চাওয়া।।

 

ইতি,

তোমারই মেঘ

Author's Notes/Comments: 

20 june 2017

View shawon1982's Full Portfolio